প্রধান মেনু

পদ্মা-আড়িয়াল খাঁ নদে বন্যার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত

সদরপুর (ফরিদপুর) থেকে মোশাররফ হোসেন॥
ফরিদপুরের সদরপুর উপজেলা পদ্মা ও আড়িয়াল খাঁ পয়েন্টে নদের পানি গতকাল শনিবার ১৩ সেঃ মিঃ বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১০ সেঃ মিঃ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল । ফলে উপজেলার চরাঞ্চলের ৫টি ইউনিয়নের নি¤œ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে । শত শত ঘর-বাড়িতে পানি ঢুকেছে । বন্যার পাশা পাশি ব্যাপক এলাকা জুড়ে নদী ভাঙ্গন শুরু হয়েছে ।এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থদের মাঝে কোন এাণ সামগ্রী পৌঁছেনি ।