পথনাটক পরিষদ নাট্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে — সংস্কৃতি প্রতিমন্ত্রী
ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ) : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, পথনাটক পরিষদ বাংলাদেশের নাট্য আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সারাদেশে বাংলাদেশ পথনাটক পরিষদের ২০০ টি সংগঠন রয়েছে। অন্যদিকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের রয়েছে দেশব্যাপী ৩০০টি সংগঠন। পথনাটক পরিষদ সারাদেশে পথে পথে নাটক করে বেড়ায় আর গ্রুপ থিয়েটার দেশব্যাপী থিয়েটার তথা মঞ্চে নাটক করে বেড়ায়। তাই – পথনাটক পরিষদ হল নাটকের ফেরিওয়ালা আর গ্রুপ থিয়েটার নাটকের দোকানদার।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত ‘বাংলাদেশ পথনাট্যোৎসব ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাংলাদেশ পথনাটক পরিষদের দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী তাদের জন্য সুবিধাজনক জায়গায় অফিসের ব্যবস্থা করা হবে বলে জানান। বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি নাট্যকার মান্নান হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাট্যজন মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও বাংলাদেশ পথনাট্যোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস। উল্লেখ্য, ‘নব সৃজনের শিল্প মাটি, দেয় শক্তি আনে মুক্তি’ শ্লোগানকে সামনে রেখে অগ্নিঝরা মার্চের ১ তারিখ হতে আজ ঐতিহাসিক ৭ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী এ নাট্যোৎসব চলছে। উৎসবে সর্বমোট ৪৩টি পথনাটক প্রদর্শিত হয়েছে। পুরান ঢাকার চকবাজারের অগ্নিকান্ডে নিহত শহিদদের প্রতি এ উৎসব উৎসর্গ করে বাংলাদেশ পথ নাটক পরিষদ।