প্রধান মেনু

পত্নীতলায় এসএসসি পরীক্ষা দিচ্ছে দুই বাকপ্রতিবন্ধী ছাত্রী

নিজস্ব প্রতিনিধি:নওগাঁর পত্নীতলা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে দুই জন বাকপ্রতিবন্ধী ছাত্রী। উপজেলার নজিপুর মডেল উচ্চ বিদ্যালয়(পত্নীতলা -এ) পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের ২০১৮ সালের পরীক্ষায় দুই বাকপ্রতিবন্ধী ছাত্রী পরীক্ষা দিচ্ছে। সরেজমিনে খোঁজ নিয়ে যানা যায়, জীবন যুদ্ধে হার না মেনে,শত বাঁধা অতিক্রম করে তারা আজ এসএসসি পরীক্ষা দিচ্ছে।অনুসন্ধানে দেখা যায়, হত দরিদ্র দুই পরিবারের তারা দুই জনই ছিলেন মানবিক শাখার শিক্ষার্থী।পত্নীতলা উপজেলার চকশ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাবিবা খাতুন(১৪),তার পিতার নাম আব্দুল হামিদ।

হাবিবার গ্রামের বাড়ি ধামইরহাট উপজেলার বড়থা(সামপুর) গ্রামে। হাবিবার মা মেরিনা খাতুন বলেন,বাবা আমরা খুব গরীব মানুষ শুধু হাবিবার ইচ্ছে শক্তিতেই আজ আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে।আমার তিনটি মেয়ে,এর মাঝে হাবিবা সবার ছোট। আর হাবিবা কথা বলতে পারে না,এবং কানে শুনতে পায় না। হাবিবার মা আরো বলেন, হাবিবার স্কুলের শিক্ষকরা হাবিবাকে সব ধরনের সহযোগিতা করতো,শেষ পর্যন্ত কান্না জড়িত চোখে বলেন আমার প্রতিবন্ধি মেয়েটার জন্য সকলেই দোয়া করবেন। অন্যদিকে উপজেলার গগনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিমি আক্তার(১৫),তার পিতার নাম তোজাম্মেল হক।

রিমির বাড়ি উপজেলার রঘুনাথপুর(যুগীবারি)গ্রামে।রিমির বাবা বলেন,আমার মেয়েটা স্পট ভাবে কথা বলতে পারে না।আমার মেয়েটা যতদুর পর্যন্ত পড়ালেখা করতে চাই ,ওকে আমি ততদুর পর্যন্ত পড়ার সুযোগ দিতে চাই।এ বিষয়ে জানতে চাইলে নজিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের সচিব মো: মোফাজ্জল হোসেন জানান,ওই দুই বাকপ্রতিবন্ধী পরীক্ষার্থীর প্রতি আমাদের নজর রয়েছে। তবে,শেষ পর্যন্ত রিমি ও হাবিবার পরিবার শিক্ষা মন্ত্রণালয় কতৃপক্ষের কাছে সকল সুযোগ সুবিধা কামনা করেছেন।