প্রধান মেনু

পঞ্চগড় জেলা পরিষদ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন জমা

এন এ রবিউল হাসান লিটন, রিপোর্টার, বোদা, পঞ্চগড়ঃ পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ নির্বাচনে ৬ জন প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল ছয়জন প্রার্থী হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত সম্রাট, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মির্জা সারোয়ার হোসেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, বিসিক নগর বিসনেস এন্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ দেলদার রহমান ও মরহুম জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমানুল্লাহ বাচ্চুর স্ত্রী জহুরা প্রধান। বুধবার মনোনয়নপত্র বাছাই এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর পঞ্চগড় জেলা পরিষদের নির্বাচনে মোঃ আমানুল্লাহ বাচ্চু টেবিল ফ্যান প্রতীক নিয়ে ১৩৫ ভোট পেয়ে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। গত ২০১৯ সালের ৯ জানুয়ারি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরে আইন অনুযায়ী পঞ্চগড় জেলা পরিষদের শুন্য চেয়ারম্যান পদে ২৮ ফেব্রুয়ারি উপ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার ৫টি উপজেলা পরিষদ, ২টি পৌরসভা (পঞ্চগড় ও বোদা), ৪৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত ৫৯৪ জন জনপ্রতিনিধি জেলা পরিষদ নির্বাচনে ভোটা দেবেন।