প্রধান মেনু

পঞ্চগড়ে ৭ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্য উৎসব শুরু

এন এ রবিউল হাসান লিটন, রিপোর্টার, বোদা, পঞ্চগড়ঃ

“মানবতার জন্য নাটক” এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে প্রথম বারের মত শুরু হল ৭ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্য উৎসব।

পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে ৯ আক্টোবর (মঙ্গলবার) রাতে ৭ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্য উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এসময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম সুজন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, নতুন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মেদ, সাবেক সংসদ সদস্য মোঃ মাজহারুল হক প্রধানসহ দেশী ও আন্তর্জাতিক নাট্যকর্মীরা উপস্থিত থাকবেন।

পঞ্চগড় ভুমিজের আয়োজনে ৭ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্য উৎসবে বাংলাদেশের ৪টি ভারতের ২টি ও নেপালের ২টি নাট্যদল অংশ গ্রহন করবে। প্রথম দিন নেপালের কালচারাল কর্পোরেশন পরিবেশন করবেন ধন বাহাদুর ওলীর রচনা এবং বীরেন্দ্র হামালের নিদের্শনায় বে অফ বেঙ্গল ভার্সেস হিমালয়।

আন্তর্জাতিক নাট্য উৎসবকে ঘিরে পঞ্চগড় শহরকে বর্নীল সাজে সাজিয়েছে আন্তর্জাতিক নাট্য উৎসব উৎযাপন কমিটি।