পঞ্চগড়ে ১৯৫ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: পঞ্চগড়ে ১৯৫ পিচ ইয়াবাসহ হাফিজুল ইসলাম রাজু নামের একজন কে গ্রেফতার করেছে র্যাব-১৩। র্যাব-১৩ এর এডিশনাল এ এসপি মোঃ মোতাহার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদেও ভিত্তিতে পঞ্চগড় গোল চত্বও থেকে হাফিজুল ইসলাম রাজু কে হাতেনাতে গ্রেফতার করে। রাজুর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে। সে পঞ্চগড় সদরের মসজিদ পাড়া গ্রামের মোঃ ওবায়দুর রহমানের পুত্র। র্যাব-১৩ এর এডিশনাল এ এসপি মোঃ মোতাহার হোসেন জানায় মাদকের বিরুদ্ধে অভিজান অব্যাহত থাকবে।
« উল্লাপাড়া ট্যাংকলরীর ধাক্কায় জন গুরুতর আহত (পূর্বের খবর)