প্রধান মেনু

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নিহত

এন এ রবিউল হাসান লিটন, রিপোর্টার, বোদা, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় এশিয়ান হাইওয়েতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল নিহত হয়েছেন। ১৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৭.৩০টার সময় এশিয়ান হাইওয়েতে বোদা ফায়ার সার্ভিস সংলগ্ন পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানান, পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মির্জা আবুল কালাম দুলালসহ ৩ জন ভিসা সংক্রান্ত কাজে মাইক্রোবাস যোগে রংপুর যাচ্ছিলেন।

এ সময় বোদা বাইপাস এলাকায় পঞ্চগড় গামী একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন মাইক্রোবাসের যাত্রী মুক্তিযোদ্ধারা। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় বোদা ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মির্জা আবুল কালাম দুলালকে মৃত ঘোষণা করেন। এসময় মাইক্রোবাসের চালকসহ আরো তিন জন আহত হন।

আহতরা হলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন প্রধান ও মুক্তিযোদ্ধা ওয়ায়েসুল কোরাইশী। তাদেরকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা আবুল কালাম দুলালের আকষ্মিক মৃত্যুতে পঞ্চগড় জেলা জুরে শোকের ছায়া নেমে এসেছে। আবুল কালাম দুলাল এর আকষ্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তাঁর অকৃত্রিম সহযোদ্ধা পঞ্চগড়-১ আসনের সাংসদ বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযাদ্ধা নাজমুল হক প্রধান।