পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
পঞ্চগড় থেকে এন এ রবিউল হাসান লিটনঃ পঞ্চগড়ে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৮ জানুয়ারি (মঙ্গলবার) কেন্দ্রীয় আওয়ামীলগের আয়োজনে সকাল ১০টায় পঞ্চগড়-২ মাননীয় সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে পঞ্চগড় সদর উপজেলার গাড়াতি ছিটমহলে (বিলুপ্ত) দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুুুগ্নঃ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জামেল হক এমপি, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম মোজ্জামেল হক এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পঞ্চগড়-১ মাননীয় সাংসদ সদস্য ও জাসদের সাঃ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমানুল্লাহ বাচ্চু, সংরক্ষিত আসনের মহিলা সাংসদ সেলিনা জাহান লিটা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মদ, সাবেক সাংসদ সদস্য পঞ্চগড়-১ মোঃ মাজহারুল হক প্রধান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় পৌরসভা মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, জেলা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, পঞ্চগড় সদর উপজেলা কমান্ডার ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ, সাংবাদিকসহ সর্বস্থরের জনগন।
« ভালুকা পৌরসভার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ (পূর্বের খবর)