পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় থানা প্রতিনিধি: পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটির শুভসূচনা হয়। জেলা প্রশাসকের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন। এর পরে একে একে জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা এবং জেলা আওয়ামী লীগ ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মোনাজাত করে সার্কিট হাউজ চত্বর থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একি স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় রেলপথ মন্ত্রী বলেন, ১৯৭৫ এর সেই অপশক্তি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল, সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করা, প্রত্যেক ক্ষেত্রেই যেন মানুষ নিজেদের পায়ে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করা। বঙ্গবন্ধুর সেই আদর্শকে বুকে ধারণ করে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন।
« সিজিএ কার্যালয়ে জাতীয় শোক দিবস পালন (পূর্বের খবর)
(পরের খবর) কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন »