প্রধান মেনু

পঞ্চগড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু

এন এ রবিউল হাসান, রিপোর্টার, বোদা, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে আরফিন ইসলাম (৩৫) নামের এক অটো চার্জার চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দবিরুল ইসলাম (২৬) নামে আরো একজন গুরুতর আহত হয়েছে। ২৯ এপ্রিল (সোমবার) সকালে আটোয়ারী উপজেলার তোড়েয়া ইউনিয়নের দলুয়া গ্রামে ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কাটালী গ্রামের জনৈক খাজি মোহাম্মদের পুত্র ধান ব্যবসায়ী দবিরুল ইসলাম পাশের দলুয়া গ্রামের জনৈক মোঃ দবিরুল ইসলামের পুত্র অটো চার্জার চালক আরফিন ইসলাম পরের অটো ভাড়া করে। সকালে তাকে ডাকতে গেলে আরফিন বৈদ্যুতিক চার্জে লাগানো অবস্থায় অটো চার্জার বের করতে গেলে বিদ্যুতায়িত হয়ে আটকা পড়ে চিৎকার দেয়।

এসময় ব্যবসায়ী দবিরুল ইসলাম অটো চার্জার চালককে উদ্ধার করতে গেলে নিজেও আটকা পড়ে। পরিবারের লোকজন দ্রুত বৈদুত্যিক সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডাঃ সইফুজ্জামান বিপ্লব বিদ্যুতায়িত আরেফিনকে চিকিৎসাধিন আবস্থায় মৃত ঘোষনা করেন এবং আহত দবিরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। দবিরুল ইসলামের অবস্থা আশংক্ষাজনক।