প্রধান মেনু

পঞ্চগড়ে বাবার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে করুণ মৃত্যু সন্তানের

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় থেকেঃ পঞ্চগড়ের বোদায় বাবার ট্রাক্টরের (মাহিন্দ্র) চাকায় পিষ্ট হয়ে মিনহাজ হোসেন নামে সাড়ে তিন বছর বয়সী শিশুর সন্তানের করুণ মৃত্যু হয়েছে। বোদা উপজেলা সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে শনিবার বিকেলে এই দূর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে।

এলাকাবাসী জানায়, আব্দুল মান্নান হালচাষ করে ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরলে বাবাকে দেখার জন্য দৌড়ে বের হয় শিশু মিনহাজ। মিনহাজ দৌড়ে ট্রাক্টরের সামনে এসে পড়ায় কিংকর্তব্যবিমূঢ় বাবা কিছু বুঝে উঠার আগেই চাকার নিচে এসে পড়ে। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মিনহাজ মারা যায়। বাবার ট্রাক্টরের চাপায় ছেলের এমন করুণ মৃত্যুতে বাবা পাগল প্রায়। এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম বাবার ট্রাক্টরে পিষ্ট হয়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।