প্রধান মেনু

পঞ্চগড়ে বজ্রপাতে নারীর মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে মর্জিনা খাতুন (৪৫) নামে এক নারীর বজ্রপাতে মৃত্যু হয়েছে।
১১ জুন (শুক্রবার) দুপুরে আটোয়ারী   উপজেলার নিরাশী মানিকপির কবরস্থান সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। নিহত মর্জিনা ওই উপজেলার তোড়েয়া ইউনিয়নের নাউগঞ্জ গ্রামের বাবুলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নাউগঞ্জ স্বামীর বাড়ি থেকে ছোট ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানিয়া পোখড়ি গ্রামে যাচ্ছিলেন মর্জিনা। পথে বৃষ্টি শুরু হলে নিরাশি মানিকপির কবরস্থান সংলগ্ন এলাকায় একটি গাছের নিচে দাঁড়ান তারা। এসময় সেখানে বজ্রপাত হলে মর্জিনা গুরুতর আহন হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।