প্রধান মেনু

পঞ্চগড়ে বই উৎসব ২০১৮ উদযাপন

পঞ্চগড় থেকে এন এ রবিউল হাসান লিটনঃ সারা দেশের নেয় পঞ্চগড়ে পালিত হয়েছে বই উৎসব ২০১৮। নতুন বইয়ের ঘ্রানে উচ্ছাসিত শিক্ষার্থীরা।
১ জানুয়ারি (সোমবার) সকালে পঞ্চগড়-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল।  এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অতীন কুমার কুন্ডু, জেলা শিক্ষা অফিসার শঙ্কর কুমার ঘোষ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদ।
এদিকে জেলার বিভিন্ন বিদ্যালয়সহ পাঁচ উপজেলায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেয়া হয়। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি। জেলায় এবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ লক্ষ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হবে বলে যানা গেছে।