প্রধান মেনু

পঞ্চগড়ে নদী থৈকে এক পরিচ্ছন্ন কর্মীর লাশ উদ্ধার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বোদা উপজেলার পাথরাজ নদী থেকে অনন্ত ভুঁইমালি (৫০) নামের এক পরিচ্ছন্ন কর্মীর লাশ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ।

বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বালডাঙ্গা এলাকার পাথরাজ নদীতে অনন্ত ভুঁইমালি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদও হাসপাতালে ময়না তদন্তের জন্য প্ররণ করে। সে বোদা স্বস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্ন কর্মী হিসিবে কর্মরত আছেন।

বোদা থানার অফিসার ইনচাজ এ.কে.এম. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে থানায় একটি ইউ.পি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্য়ন্ত মৃত্যুও কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।