পঞ্চগড়ে দুই ইউপি সদস্যকে বরখাস্ত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বাল্যবিয়ের সঙ্গে সম্পৃক্ত ও ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ায় এই দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে পাঠোনো প্রজ্ঞাপনটি প্রকাশ করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রজ্ঞাপনটি জারি করে। স্থানীয় সরকার আইন ২০০৯ এর ধারা ও ৩০ উপধারা (১) অনুযায়ী বরখাস্ত করা হয়েছে।বরখাস্তকৃত ইউপি সদস্যরা হলেন, বুড়াবুড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য সফিজুল ইসলাম ও শালবাহান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য নূর ইসলাম।