পঞ্চগড়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
“নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতি পাদ্যকে নিয়ে পঞ্চগড়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন। ২ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক জহিরুল ইসলামের নেত্রীত্বে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শের-ই বাংলা পার্ক গোল চত্বর হয়ে পুণরায় অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জেন শ্রী দেবাশীষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক জহিরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ গিয়াস উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আব্দুল আলীম ওয়ারেছী, এন ডি সি জনাব মোঃ সুমন জিহাদি, সাংবাদিক এম আক্তার মুকুলসহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মকর্তা/কর্মচারী বৃন্দ, হোটেল ও রেস্তোরা মালিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরর শিক্ষার্থীরা।
(পরের খবর) রায়পুরে গ্রামার ও গাইড বইয়ের বাণিজ্য »