প্রধান মেনু

পঞ্চগড়ে উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতাকে বহিষ্কার

এন এ রবিউল হাসান লিটন, রিপোর্টার, বোদা, পঞ্চগড়ঃ পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গসংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।”