প্রধান মেনু

পঞ্চগড়ে ইজিবাইক-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ইজিবাইক-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে লতিফ হোসেন শান্ত (২২) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। এসময় আরও তিন জন গুরুতর আহত হয়েছে। বোদা-আটোয়ারী সড়কের বলরামপুর ইউনিয়নের নয়নকার দলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্তর বাড়ি আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর পল্লী বিদ্যুৎ এলাকায়। সে ওই এলাকার সাদেকুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বোদা বাজার থেকে ইজিবাইকটি চার জন যাত্রী নিয়ে আটোয়ারী যাচ্ছিল।

একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইক চালক শান্ত নিহত হয়। এসময় গুরুতর আহত উত্তম কুমার (৩০), আব্দুল খালেক (৩০) ও শাহিন হোসেন (২৫) কে স্থানীয় লোকজন উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক শান্তকে মৃত ঘোষনা করে এবং গুরুতর আহত উত্তম ও খালেককে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করে।