পঞ্চগড়ে অবৈধ ঔষধ কারখানায় অভিযান ৫০ হাজার টাকা জরিমানা
এন এ রবিউল হাসান লিটন, রিপোর্টার, বোদা, পঞ্চগড়ঃ পঞ্চগড়ে অবৈধ ঔষধ কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আরগ্য ঔষধালয় নামের ওই প্রতিষ্ঠানটিতে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে বৈধ কোন কাগজ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভেজাল হারবাল ঔষধ তৈরি এবং বিক্রয় করে আসছিল।
এসময় ঔষধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে রুলার দিয়ে তা ধ্বংস করা হয়। অস্বাস্থ্য পরিবেশে অবৈধ ভাবে সে ঔষধ প্রস্তুত, উৎপাদন ও বাজারজাত করে আসছিল। প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে প্রতিষ্ঠান মালিক আলমগীরকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
এ সময় ঔষধ প্রশাসন ঠাকুরগাঁয়ের ঔষধ তত্ত্বাবধায়ক শরিফুল ইসলাম মোল্লাসহ এক দল পুলিশ উপস্থিত ছিলেন