পঞ্চগড়ের বোদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৬টি দোকান, ক্ষয়-ক্ষতি কোটি টাকা
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় থানা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা বাজারের চৌধুরী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি দোকানঘর পুড়ে গেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর ) দিবাগত রাত একটার দিকে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
জানা গেছে, শুক্রবার রাত একটার দিকে হঠাৎ-ই বোদা বাজারের চৌধুরী মার্কেটের মসলা হাটিতে মসলা, সুতা, মোবাইল সার্ভিসিং, কম্পিউটারের দোকান ও চায়ের দোকানে আগুন লাগে। আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুতই ছুটে আসে ফায়ার সার্ভিস। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বোদা ফায়ার সার্ভিসসহ ঠাকুরগাঁও, আটোয়ারী, পঞ্চগড়ের ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হামিদুরের মসলার দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত।
রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, পৌর মেয়র মো. আজাহার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মো. ইমতিয়াজ হোসেন মির্জা ঘটনা স্থল পরিদর্শন করেন।
অভিযোগ উঠেছে বোদা ফায়ার সার্ভিস আগুন লাগার সাথে সাথে ঘটনা স্থলে পৌঁছলে এত বড় ক্ষয়-ক্ষতি হতো না। বোদা ফায়ার সার্ভিস তড়িৎ ব্যবস্থা না নেয়ায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।
« পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য চার দিনের সফরে বান্দরবানে পার্বত্য সচিব (পূর্বের খবর)
(পরের খবর) কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন »