পঞ্চগড়ের বোদায় ১০ দিন মেয়াদী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় ১০ দিন মেয়াদী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (পুরুষ-মহিলা) উদ্বোধন করা হয়েছে।
১ সেপ্টেম্বর (রবিবার) সকালে বোদা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ঝলঝলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি।
বোদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অবনীশ চন্দ্র মনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেংহাড়ী বনগ্রাম ইউপি চেয়ারম্যান মো. সায়েব আলী। এসময় ঝলঝলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনত চন্দ্র রায়, কমোলেশ বাবু উপস্থিত ছিলেন। ১০ দিন মেয়াদী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাসহ মোট ৬৪ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেয়।