প্রধান মেনু

পঞ্চগড়ের বদেশ্বরী মন্দিরে শুভ মহালয়া অনুষ্ঠিত

এন এ রবিউল হাসান , রিপোর্টার,পঞ্চগড়: পঞ্চগড়ের বোদায় মা দুর্গার আগমন উপলক্ষে শান্তি সম্প্রতি মুলক ধর্মসভা বদেশ্বরী মন্দিরে শুভ মহালয় অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর (সোমবার) বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দির প্রাঙ্গনে এক বিশাল ধর্ম সভা অনুষ্ঠিত হয়। সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতিশ কুমার বকসীর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মেদ, হিন্দুধমীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এ্যাডঃ রথীশ চন্দ্র ভৌমিক, বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ প্রমুখ।

ধর্ম সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রীমৎ স্বামী অমেয়াত্মানন্দ মহারাজ। এ সময় পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার হাজার হাজার ভক্তরা মন্দির প্রাঙ্গনে মিলিত হয় করতোয়া নদীতে স্নান সহ মন্দিরে পুজা অচর্না করে থাকেন। কথিত আছে বদেশ্বরী মহাপীঠ মন্দিরে শিবের পত্নী দেবী দূর্গার (পার্বতী/মহামায়া/সতী) দেহাবশেষ রয়েছে বদেশ্বরী মন্দিরে। এই মন্দিরে দেবী দূর্গার (পার্বতী/মহামায়া/সতী) পায়ের গোড়ালি রয়েছে।