পঞ্চগড়ের ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
 
            
                     
                        
       		এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ সলেমান আলী (২১) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়ের এসআই মোঃ ফিরোজ আলীর নেতৃত্বে জুয়া, চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে রবিবার দিবাগত রাতে পঞ্চগড় থানাধীন ০৭নং হাড়িভাসা  ইউনিয়নের অন্তর্গত পাইকানপাড়া গ্রামের পাইকান ব্রীজের কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ সলেমান আলীকে গ্রেপ্তার করা হয়।
এসময় মাদক দ্রব্য বহনের কাজে ব্যাবহৃত একটি বাইসাইকেল জব্দ করে ডিবি পুলিশ। আটক কৃত মোঃ সলেমান আলী পঞ্চগড় সদর থানার শিংপাড়া গ্রামের মোঃ মহিম উদ্দিনের ছেলে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ মিঞা মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
                        « পররাষ্ট্রমন্ত্রীর নতুন বই ‘জাতির উদ্দেশে ভাষণ : শেখ হাসিনা’ (পূর্বের খবর)
			












