প্রধান মেনু

পঙ্গু হাসপাতাল থেকে কম্পিউটার চুরি: কর্মকর্তার ব্যবহার সন্দেহ জনক

রাজধানীর আগারগাও অর্থোপেডিক পঙ্গু হাসতাল দেশের চিকিৎসা ব্যবস্থায় অগ্রগামী ভূমিকা পালন করে আসছে। দেশের বিভিন্ন স্থান থেকে রোগী এখানে এসে কোন প্রকার ঝামেলা ছাড়া চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ হয়ে ফিরে যাবে এটাই সবাই ভাবে। কিন্তু এ সব কি হচ্ছে পঙ্গু হাসপাতালে? হাসপাতালের দালালদের চরম উৎপাত, হাসপাতাল ষ্টাফদের দুর্ব্যবহার, হাসপাতাল অফিসারদের রুমের জানালার গ্রীল ভেঙ্গে ব্যবহৃরীত জরুরী কম্পিউটার চুরি। এ সব বিবেচনা করলে সর্বসাধারণকে সত্যি ভাবিয়ে তুলছে।

গতকাল পঙ্গু হাসপাতালের দোতলার ২২৮নং রুমের সামনের জানালার গ্রীল ভেঙ্গে রুম থেকে ব্যবহৃরীত কম্পিউটার চুরি হয়ে যায়, এবং পুলিশ সাংবাদিক ঘটনা স্থল পরিদর্শন করতে আসার আধা ঘন্টার মধ্যে আবার শোনা যায় কম্পিউটার ক্লাস রুমে পাওয়া গেছে যে টেবিল থেকে কম্প্ধিসঢ়;উটার হারিয়ে যায় তার পাশের টেবিলে বসেন ফরিদা ইয়াসমিন উচ্চমান সহকারী, তিনি বলেন এই টেবিলে মাঝে মাঝে কাজ করতেন মাহফুজুর রহমান তালুকদার প্রশাসনিক অফিসার।

তিনি অন্যরুমে চলে যাওয়ার পর থেকে কেউ বসেন না। ঘটনা স্থলের রুমের জানালার গ্রীল ভা্ধংসঢ়;গার ছবি তুলতে গেলে কেউ বাধা না দিলেও মাহফুজুর রহমান তালুকদার তিনি এসে সাংবাদিকদের কাজে বাধা দিয়ে হুমকি দামকি মুলক কথা বলেন। থানার পুলিশ পরিদর্শনে আসলে তাদের নিয়ে দরজার আড়ালে কি মিটিং করলেন সেটা অজানা। নাম প্রকাশে অনেচছুক এক ষ্টাফ বলেন এই হাসপাতালের ৩টি গেট পার হয়ে এখানে আসতে হয়, আর ৩টি গেটই অফিস টাইম বাদে সবসময় বন্ধ থাকে, তাহলে কিভাবে বাহিরের লোক এখানে আসে? এই ভাবে এর আগেও বহুবার কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে।

ওয়ার্ড বয় এবং দারোয়ানদের কারও প্রতি সন্দেহের তীর ছুড়লে বহুজন এসে তাদের সাপোর্ট দিয়ে বলবে যে তারা কোন দিন এসব কাজ করতে পারেনা। এক সময় সব ঠান্ডা হয়ে যায় আর কিছু হয়না। হাসপাতালে দালালদের উৎপাত এবং হাসপাতাল থেকে কম্পিউটার চুরির ব্যপারে জানতে চাইলে হাসপাতালের পরিচালক প্রফেসর ডাক্তার মো: আব্দুলগনী মোল্লা নিজের দায় এড়ানোর জন্য বলেন, আমরা দালালদের কাছে অনেকটা নিরুপায়,দালালদের শক্তি আমাদের চেয়ে অনেক বেশি।

আর কম্পিউটার চুরির ব্যপারে বলেন আপনারা থাকাতে কম্পিউটার কিভাবে যেন ফেরৎ আসছে। এই কম্পিউটারে ছিল প্রতিটি ডাক্তারের সিভি। তবে এটা সত্যি যে বাহিরের লোক এখানে আসতে সাহস পায়নি। এখন পুলিশ আসছে পুলিশ যাকে সন্দেহ করবে তাকে নিয়ে যাবে এবং আইনে আওতায় নিয়ে আসবে।