প্রধান মেনু

নয়ারহাট বাজার বাইপাছ সড়কে যানঝটের জন্য জনগণের ভোগান্তি

আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারের বাইপাছ সড়কে বংশি নদীর পার দিয়ে নতুন সড়কে যানঝটের কারন, একাধিক টেক্সি গাড়ীর ড্রাইভারের সাথে জাতীয় গোয়েন্দা সংবাদ যানঝটের বিষয় জিজ্ঞাসা করিলে জবাবে তারা বলে । যানঝটের জন্য এলাকার নেতারা এবং বালু ব্যবসায়ী, বাঁেশর ব্যবসায়ী ও ট্রাক চালকদেরকে দায়ী করেন। এই সড়ক দিয়ে গোপিনাথপুর, ঘুঘুদিয়া, মনোহর, বোয়ালিয়াপাড়া, সিন্দুরিয়া, মাদারটেক এবং সাভার পর্যন্ত হাজার হাজার জনগণের একমাত্র চলাচলের রাস্তা। বালুর ব্যবসায়ীদেরকে জাতীয় গোয়েন্দা সংবাদ যানঝটের বিষয় জিজ্ঞাসা করিলে তারা এরিয়ে যায় এবং ছবি তুলতে গেলে নুরু নামে এক ট্রাকের মালিক সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি দেয়।

(ভ্রাম্যমান রিপোর্টার)