প্রধান মেনু

নড়াইল জেলা পাবলিক লাইব্রেরিতে বৈদ্যতিক পাখা উপহার দিলেন

 নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলার  কৃতি সন্তান হাবিবুর রহমান তাপস যিনি বেক্তি উদ্দোগে বিভিন্ন সময়ে নড়াইলের মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সহযোগীতা করেছেন যার ধারাবাহিতায় আজ ০৭.৭.১৮ ইং নড়াইল জেলা পাবলিক লাইব্রেরিতে  পাঠক সদস্যদের সুবিধার কথা বিবেচনা করে পুর্বের প্রতিশ্রুতি মোতাবেক নড়াইলের কৃতিত্ব সন্তান ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা  জনাব  হাবিবুর রহমান তাপস বৈদ্যতিক পাখা  উপহার দেন ।পাখা বিতরনের সময় তার পক্ষে নড়াইল জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় মিজানুর রহমান পান্নু পাখা গুলি লাইব্রেরীর নব নির্বাচিত সাধারন সম্পাদক এ্যাড:কাজী বশিরুল হকের কাছে হস্তান্তর করেন ।এই সময় লাইব্রেরীর অন্যান্য কর্মকর্তা গন উপস্হিত ছিলেন ।উল্লেখ্য, হাবিবুর রহমান তাপস তার শৈশবে ছাত্রজিবনে এই লাইব্রেরীর নিয়মিত পাঠক ছিলেন ।তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী হওয়ায় তিনি নড়াইল বাসীর নিকট দোয়া চেয়েছেন ।