নড়াইলে সাপেকাটা রোগীর ভ্যাকসিন না থাকায় একদিনেই প্রান গেল শিশুসহ দু’জনের
নিজস্ব প্রতিনিধিঃ নড়াইল সদর হাসপাতালে গত ৫ বছর যাবৎ সাপেকাটা রোগীদের চিকিৎসার জন্য সরকারিভাবে সরবরাহকৃত পর্যাপ্ত ঔষধের সরবরাহ থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতায় গত ৫ বছরে একটিও সাপেকাটা রোগীর চিকিৎসা হয়নি। এমনকি বিভিন্ন এলাকা থেকে কোন রোগী আসলে ও তাকে ভর্তি না করে রেফার্ড করে দেওয়া হয়েছে খুলনা অথবা যশোরে। আর এতে করে সময় ক্ষেপনে বাইরের হাসপাতালে নেবার আগেই রোগী মারা গেছে। কর্তৃপক্ষ বলছে হাসপাতালে প্রশিক্ষন প্রাপ্ত ডাক্তার না থাকায় কোন রোগীকে ভ্যাকসিন দেওয়া হয়নি। তায় চলতি বছর (১৮ সালে) সাপেকাটা রোগিদের জন্য ভ্যাকসিনের চাহিদা দেওয়া হয়নি। এবং কোন ভ্যাকসিনও বরাদ্দ আনা হয়নি। আর হাসপাতালে সাপে কামড়ানোর ভাকসিন না থাকার কারনে একদিনেই (১ জুন ২০১৮) নড়াইলের লোহাগড়া ও কালিয়ায় সাপের কামড়ে শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। আর চিকিৎসার অভাবে গত ৫ বছরে জেলায় কমপক্ষে শতাধিক রোগির মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে।
« বিনা বিচারে হত্যা সমর্থন করা যায় না- আসাদুল হাবীব দুলু (পূর্বের খবর)
(পরের খবর) বাউফলে সাংবাদিকদের সম্মানে বিএনপি ইফতার মাহফিল »