নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ঠে দুবাই প্রবাসীর মৃত্যু।।
নিজস্ব প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে দুবাই প্রবাসী সৈয়দ জসিম আলী (৩২) বিদ্যুৎস্পৃষ্ঠে মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে বাড়িতে পানির পাম্প স্থাপনের সময় জসিম বিদ্যুৎস্পৃষ্ঠ হন। জসিম রামেশ্বরপুর গ্রামের সৈয়দ ইমান আলীর ছেলে। পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের আগের দিন জসিম দুবাই থেকে বাড়িতে আসেন। বৃহস্পতিবার সকালে বৈদ্যুতিক মিস্ত্রির সঙ্গে বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হন তিনি। এ ঘটনায় জসিমের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
« লক্ষ্মীপুরে প্রবাসীর পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা (পূর্বের খবর)
(পরের খবর) দুই বছরেও শুরু হয়নি ঝিনাইদহে সেবায়েত হত্যার বিচার »