নড়াইলে ফুলের টবে গাঁজার গাছসহ এক যুবক গ্রেপ্তার।।
নড়াইলঃ নড়াইল শহরের আলাদাতপুরে টবের মধ্যে গাঁজার গাছসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসানের নেতৃত্বে ডিবি পুলিশ রোববার (১২ আগস্ট) দুুপুরে দু’টি গাঁজার গাছসহ নাসির আহমেদকে (২৩) আটক করে। নাসির আলাদাতপুর এলাকায় শাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বাড়ির আঙ্গিনা থেকে দু’টি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগে গত ১১ আগস্ট দুপুরে নড়াইলের সীমাখালির এলাকা থেকে ডিজিটাল ক্যামেরার ব্যাটারির ভেতর থেকে ১০০ পিস ইয়াবাসহ সালমান শরীফকে (২৩) আটক করা হয়। সালমান সীমাখালির ইউনুস শরীফের ছেলে। পুলিশ জানায়, সালমান শরীফ টুরিস্ট সেজে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা এনে অপকৌশলে এলাকায় (নড়াইল) বেচাকেনা করে আসছিল। প্রায়ই ডিজিটাল ক্যামেরার ব্যাটারির ভেতরে ইয়াবা নিয়ে আসত।
(পরের খবর) তেঁতুলিয়ায় ৬ দিন পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন »