নড়াইলে চলমান অভিজানে ৩৭ জন গ্রেপ্তার।
            
                     
                        
       		নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চলমান মাদক বিরোধি অভিজানে চার মাদকবিক্রেতাসহ ৩৭ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার (২৭ মে) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদি আছেন। এদিকে, আটককৃত মাদকবিক্রেতাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ১৫ পুরি গাঁজা উদ্ধার করে পুলিশ।
                        « পঞ্চগড়ে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু (পূর্বের খবর)
			(পরের খবর) আবারো  ডায়রিয়ার প্রকোপ-ঝিনাইদহে »












