নৌপরিবহন মন্ত্রণালয় ৪৫টি প্রকল্প বাস্তবায়ন করছে
নৌপরিবহন মন্ত্রণালয় ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ভুক্ত ৩৫টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ১০টি প্রকল্প বাস্তবায়ন করছে। এডিপিভুক্ত প্রকল্পের জন্য ২,৮৫৪ কোটি ৬৫ লাখ এবং নিজস্ব প্রকল্পের জন্য ১,৩১৭ কোটি ৮৯ লাখ টাকা বরাদ্দ রয়েছে। অর্থ বছরের প্রথম ছয় মাসে ৪,১৭২ কোটি ৫৪ লাখ টাকার মধ্যে ১,৩৯২ কোটি ২২ লাখ টাকা ব্যয় হয়েছে যা বরাদ্দের শতকরা ৩৫ দশমিক ৫২ ভাগ। আজ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের এডিপির সভায় এসব তথ্য জানানো হয়। প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি উন্নয়নের লক্ষ্যে নিয়ে এগিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানান। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: আবদুস সামাদসহ মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাপ্রধানগণ এসময় উপস্থিত ছিলেন।