নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক কমিটির সভাপতি মেজর (অব:) রফিকুল ইসলাম, বীরউত্তম এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, মো. আব্দুল হাই, মো. হাবিবর রহমান, এম আব্দুল লতিফ এবং মো. আনোয়ারুল আজীম (আনার) বৈঠকে অংশগ্রহণ করেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়।
বৈঠকে উল্লেখ করা হয় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিপি) আর্থিক সহায়তায় বেনাপোল ও বুড়িমারী স্থলবন্দরের উন্নয়নের জন্য ঝঅঝঊঈ জড়ধফ ঈড়হহবপঃরারঃু চৎড়লবপঃ : ওসঢ়ৎড়াবসবহঃ ড়ভ ইবহধঢ়ড়ষব ধহফ ইঁৎরসধৎর খধহফ চড়ৎঃ শীর্ষক প্রকল্পের আওতায় দুটি বন্দরের বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে। সভায় আরো উল্লেখ করা হয় যে, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন স্থলবন্দর সমূহের মাধ্যমে ২০১৬-১৭ অর্থবছরে মোট আয় ১১১ কোটি ৪৪ লাখ টাকা এবং ব্যয় ৫৩ কোটি ৪৪ লাখ টাকা এবং উদ্ধৃত্ত থাকে ৫৮ কোটি ৩ লাখ টাকা। নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।