নোয়াখালীতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ স্বজনদের
গাজী রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী প্রাইভেট হাসপাতাল” নামে একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার কারণে নবজাতকের মৃত্যুর অভিযোগ করেছে স্বজনরা। রোববার বিকালে দুই দিনের ওই শিশুটি মারা যায়। শিশুটির পিতা আমিনুর রহমান সজিব জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়নপুর গ্রামের বাসিন্দা। শিশুটির পিতা অভিযোগ করে বলেন, গত শুক্রবার দুপুরে হাসপাতালটিতে অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। চিকিৎসক শিশুটিকে সুস্থ্যই বলেছেন।
হঠাৎ গতকাল (রোববার) সকাল থেকে শিশুটি মায়ের দুধ সেবন করছে না। বিষয়টি নার্সদের একাধিকবার জানালেও তারা চিকিৎসককে কল করেনি। বিকালের দিকে শিশুটি নিস্তেজ হয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারকে কল দেয়। পরে ডাক্তার এসে দেখে শিশুটি মারা গেছে। মৃত শিশুর মা রোকসানা আক্তার জানান, শুক্রবার দুপুরে অপারেশন থিয়েটারে অপারেশন চলাকালীন ডাক্তারও রোগির সঙ্গে অশোভন আচরণ করেছে এবং আমার গায়ে হাত তোলারও চেস্টা করে।
এ ছাড়া অপারেশন অবস্থায় ডাক্তারের সন্তানকে অপারেশন থিয়েটারের ভিতরে মোবাইলে গেমস খেলার জন্য বসিয়ে দিয়ে অপারেশন করার সময় প্রসূতি মোবাইলের আওয়াজ অস্বস্তির কথা জানালে ডাক্তার তার প্রতি আরো ক্ষিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। নোয়াখালী প্রাইভেট হাসপাতালের পরিচালক মাজহারুল ইসলাম জানান, শিশুটির চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষের কোন অবেহলা ছিলোনা । কেন সুস্থ্য শিশুটি মৃত্যু বরণ করেছে তা আমরাও বুঝতে পারছিনা।