প্রধান মেনু

নোয়াখালীতে “বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজী রুবেল, নোয়াখালী প্রতিনিধি: “বাংলাদেশ বন বিভাগ ইনস্টিটিউট বিএফআরআই) এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি” বিষয়ক এক কর্মশালা আজ (১৩ জুন) নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বাংলাদেশ বন বিভাগ ইনস্টিটিউট চট্টগ্রামের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ (বিপিএম-সেবা (বার), পিপিএম-সেবা। কর্মশালার সমন্বয়ক ও বিএফআরআই এর প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিটের সদস্য-সচিব এম জহিরুল আলম এর সঞ্চালনায় প্রযুক্তি সমুহ উপস্থাপন করেন বাংলাদেশ বন বিভাগ ইনস্টিটিউট এর বিভাগীয় কর্মকর্তা ড. মোহাম্মদ জাকির হোসাইন ও সিনিয়র রিসার্চ অফিসার মোঃ আমিনুর রহমান।

কর্মশালায় জেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, জেলা চেম্বার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কাঠ ব্যবসায়ী, নার্সারি, করাতকল, ও ফার্নিচার মালিক সমিতির নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কর্মশালার মাধ্যমে নোয়াখালীতে বন বিষয়ক একমাত্র জাতীয় গবেষণা প্রতিষ্ঠানটির গবেষণালব্ধ প্রযুক্তিসমূহ সম্প্রসাারিত হবে বলে আশা করছেন বক্তারা।