নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশীপ এওয়ার্ড পেলেন লায়ন মুহা. মীযানুর রহমান
নিজস্ব প্রতিবেদক
‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশীপ এওয়ার্ড’ পেয়েছেন কবি, কলাম লেখক ও সাংবাদিক লায়ন মুহা. মীযানুর রহমান। নেপালের কাঠমন্ডুতে ইন্টারন্যাশনাল ট্রান্সকিয়েশন সোসাইটি এ সম্মাননা প্রদান করে।
সংগঠনের মহাসচিব মহাসচিব রিসাবদেব ঘিমেরের সভাপতিত্বে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশীপ সেমিনার ও ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশীপ এওয়ার্ড-২০১৮ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালের সাবেক শিক্ষামন্ত্রী, বিশিষ্ঠ গবেষক এবং সাহিত্যকার মোদনাথ প্রসিত। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ সাহিত্যকার মায়া ঠাকুরী, ধন খাতিউরা এমপি, নেপাল সাংস্কৃতিক সংস্থার চেয়ারম্যান রাজেস খান্না, নেপাল একাডেমীর সদস্য মাতৃকা পোঘারেলা, ভারতের আসাম থেকে আগত সাহিত্যকার ও গবেষক কৃষ্ণ ভ‚জেল। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী ট্রাস্ট এর অধ্যক্ষ শাহজাহান আলী সাজু। আনুষ্ঠানিক সমন্বয়ক ছিলেন ইমদাদুল হক তৈয়ব (বাংলাদেশ) ও শুভাদ্রা ভট্টারায় (নেপাল)।
পুরস্কার প্রপ্তিতে আনন্দ প্রকাশ করে লায়ন মুহা. মীযানুর রহমান বলেন, এই সম্মাননা আমার সমাজের প্রতি, দেশের প্রতি দায়ভার বাড়িয়ে দিয়েছে। আমি চেষ্টা করবো এই সম্মাননার সম্মান রক্ষা করতে। আমার কাজের ক্ষেত্রে এ সম্মাননা অনুপ্রেরণা হয়ে থাকবে।
উল্লেখ্য লায়ন মুহা. মীযানুর রহমান ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সময় এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার লেখা কাব্যগ্রন্থ ‘উচ্চবিলাসী দুঃখ’ ও ‘প্রবন্ধ গ্রন্থ ‘প্রথম কলাম’ পাঠকদের মাঝে প্রসংশিত হয়েছে। এছাড়া তিনি দীর্ঘদিন থেকে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত আছেন।