প্রধান মেনু

নেদারল্যান্ডে শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ১৯ ফেব্রুয়ারি দি হেগের জাউডারপার্কে শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য সংঘটিত ঐতিহাসিক ভাষা আন্দোলনকে অনুসরণ করে সারা বিশ্বে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে মানবতা ও বহুভাষাবাদ প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশ দূতাবাস গত কয়েকবছর ধরে কাজ করে যাচ্ছে। হেগ মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ স্থায়ী শহিদ মিনার নির্মাণের অনুমোদন প্রদান করে এবং এর ফলে নেদারল্যান্ডস এবং ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হলো।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। শহিদ মিনার নির্মাণের জন্য জমি প্রদান করায় হেগ মিউনিসিপ্যাল কর্তৃপক্ষের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। দি হেগের উপমেয়র রবিন বালদেবসিং বলেন, শহিদ মিনার বাংলা ভাষা আন্দোলনের ওপর ভিত্তি করে নির্মিত হলেও এই স্মৃতিস্তম্ভ¢টি বিশ্বের সকল ভাষার চিত্র তুলে ধরেছে। হেগ মিউনিসিপাল কর্তৃপক্ষ এই ঐতিহাসিক ঘটনার অংশ হতে পেরে আনন্দিত। নেদারল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিগণ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দূতাবাস কর্মকর্তাগণ এবং মিউনিসিপ্যাল কর্তৃপক্ষের নির্বাহী কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।