প্রধান মেনু

নেত্রকোণার আওয়ামী লীগ নেতার মৃত্যুতে মৎস্য প্রতিমন্ত্রীর শোক

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু নেত্রকোণা সদরের বাংলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জিল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রতিমন্ত্রী মঞ্জিল মিয়াকে আওয়ামী লীগের ত্যাগী ও জনপ্রিয় নেতা উল্লেখ করে বলেন, তার মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ বঙ্গ সৈনিককে হারালাম। প্রতিমন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। মৃত্যুকালে মঞ্জিল মিয়ার বয়স হয়েছিল ৬৫ বছর।