নুসরাত হত্যার বিচার দাবিতে সৈয়দপুরে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা ॥ নোয়াখালীর মাদরাসা ছাত্রী নুসরাত রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার বিচারের দাবিতে নীলফামারীর সৈয়দপুর শহরের রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের সংগঠন “রেলওয়েম্যান্স অবসরপ্রাপ্ত কল্যাণ পরিষদ ( রেজি: নং-ঢ-০৮৯৭৪)” এর উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
২৭ এপ্রিল শনিবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেন বাঙ্গালী, সহ-সভাপতি এজাবুল হক, সাধারণ সম্পাদক আব্দুল বাকী মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক সানওয়ার হোসেন, সদস্য রেখা বানু, সাইদ রেজা, দুলাল হোসেন, ওয়ার্কাস পার্টির সৈয়দপুর উপজেলা সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ বেড়েই চলেছে।
এ ধরণের অপরাধের বিচার না হওয়ায় দিন দিন যৌন নির্যাতনের মহামারি আকার ধারণ করেছে। স্কুল, কলেজ, মাদরাসা পড়–য়া ছাত্রীরা কেউই রেহাই পাচ্ছেনা। দেশে ৪৮ বছরেই মানুষ আশা করেছিল সোনার বাংলা হবে, কিন্তু এখন দেখি গোটা বাংলাদেশ ধর্ষন, যৌন নির্যাতনের উৎসব শুরু হয়েছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার হলে নরপশুদের হাত থেকে কেউ রক্ষা পাবেনা। তারা অতিদ্রুত নুসরাত রাফির হত্যাকারীদের চরম শাস্তি দাবি করেন।