প্রধান মেনু

নীলফামারীতে প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষকদের মানবববন্ধন

 সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা ॥ প্রধান শিক্ষকের পরের গ্রেডে সহকারী শিক্ষকের অন্তর্ভুক্ত করণের দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছেন জেলার সহকারী শিক্ষকবৃন্দ। ৭ মার্চ বৃহস্পতিবার দুপুওে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন নীলফামারী সদরের দক্ষিণ সুটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম, কিশোরীগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবুজ মিয়া এবং নীলফামারী সদরের গুড়গুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। জেলা সদর ছাড়াও অন্যান্য উপজেলার শিক্ষকরা এতে অংশগ্রহণ করেন।