নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে দ্রুত সম্পন্ন করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
ঢাকা, ৭ মাঘ (২০ জানুয়ারি) : সারা দেশে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে বেগবান করতে শূন্য পদে সাড়ে চার হাজার জনবল নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি আজ ঢাকায় সচিবালয়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম শক্তিশালীকরণ সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশ দেন। তৃণমূল পর্যায়ে পরিবার কল্যাণ কর্মসূচিকে আরো কার্যকর ও শক্তিশালী করতে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে সভায় আলোচনা হয়। গ্রামে গ্রামে এবং শহরাঞ্চলের বস্তি এলাকায় জনসংখ্যা নিয়ন্ত্রণে মাঠকর্মীদেরকে আরো তৎপর হওয়ার জন্য মন্ত্রী এসময় তাগিদ দেন।
তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশকে লম্বা পথ পাড়ি দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং এমডিজি অর্জন বিশ্ব নেতৃবৃন্দের প্রশংসা কুড়িয়েছে। সেই ধারাবাহিকতায় এসডিজি অর্জনের ক্ষেত্রেও বাংলাদেশ টার্গেট পূরণ করবে। তিনি দেশের মাতৃমৃত্যুহার কমানোর লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মাঠ পর্যায়ের জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে মন্ত্রলায়ের উদ্যোগে গৃহীত স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে গ্রামভিত্তিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।
পরিবার পরিকল্পনা কার্যক্রমে গতি বাড়াতে কর্মকর্তাদের পদোন্নতির জটিলতা ও মামলাগুলোর দ্রুত নিরসনে চিকিৎসা শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিবকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী। এসময় চিকিৎসা শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তাফা সারওয়ারসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী রাজধানীর ধানমন্ডিতে ল্যাব এইডে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভীকে দেখতে যান। এসময় তিনি চিকিৎসকদের কাছে আইভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ল্যাব এইড হাসপাতালের সিইও আল এমরান চৌধুরী, হাসপাতালের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী উপস্থিত ছিলেন।