প্রধান মেনু

নিয়তির কাছে হার মেনে চলে গেলেন যাত্রিও ড্রাইভার ।

স্টাপ রিপোর্টারঃযাইতে পারলো না শ্বশুর বাড়ী,দেখতে পেলনা স্ত্রীর মুখ।। অঘাত আশানিয়ে শ্বশুর বাড়ী বেড়াতে যাবার  পথে পাংসা টু বাগদুলির মাঝামাঝি সোনার বাড়ী কাঠাল তলায় ভাড়া করা প্রাইভেট কার এক্সিডেন্ট-এ  প্রাইভেট কার ড্রাইভারসহ রিপন গাজী  ( এসি ইন্জিনিয়ার) মারা য়ায়।সুত্রে জানা যায় যে রিপন গাজী  বিয়ে করেছিল রাজবাড়ীর পাংশা থানার লাড়িবাড়ীতে।ঢাকা থেকে গতকাল বিকেলে শ্বশুর বাড়ীর উদ্দেশ্যে মইক্রোযোগে রওনা করে,কিন্তু ভাগ্যের  নির্মম পরিহাসের কাছে  হেড়ে যায়।

উল্লেখ্য যাত্রীর স্ত্রী ৮ মাসের অন্তঃসত্তা।আরো জানা যায় রিপন গাজী তাবলীগ জামায়াতের আমির ছিলেন।