প্রধান মেনু

নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন ওসি সৈয়দ সহিদ আলম বি.পি.এম

রাজধানী মিরপুরে গুরুত্বপূর্ন এলাকা রূপনগর থানা। বিগত সময়ে কিছুটা পুলিশের অপ্রতিকার ঘটনার মধ্যে দিয়ে গেলেও বর্তমানে আধার কাটিয়ে পূনরায় আইন শৃঙ্খলা এবং আমাদের পুলিশ প্রশাসনের সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতির প্রভূত উন্নয়নের ও জনগনের কল্যানে কাজ করে যাচ্ছেন। উক্ত রূপনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ সহিদ আলম-বি.পি.এম। আমাদের বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর সুযোগ্য কণ্যা দেশ রতœ জননেত্রী শেখ হাসিনা আইন শৃঙ্খলার উন্নয়ন চায়, আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায় বিচারের মানদন্ডকে সমুন্নত করে জাতিকে সুশাসন উপহার দিতে চান। জনগনের সুখ, শান্তি, নিরাপত্তা কল্যানের জন্য আওয়ামী সরকার কাজ করে যাচ্ছে। সরকার উগ্র মৌলবাদী জঙ্গী গোষ্টিকে নিমুল করে শান্তিময় সমাজ গঠনে ধর্ম নিরপেক্ষতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত হয়ে জাতিগত ঐক্য ও সংহতি বজায় রাখার উপর জোর দিয়াছেন। সরকারের এসব শিক্ষাকেই সামনে রেখে কাজ করে যাচ্ছে রূপনগর থানার ওসি সৈয়দ সহিদ আলম-বি.পি.এম। ওসি শহিদ রূপনগর থানায় যোগদান করার পর থেকে তার চৌকস অফিসারদের নিয়ে রাত দিন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এর ফলে কয়েক দিনের মধ্যে পাল্টে যায় রূপনগর থানার চিত্র। যার ফলে স্থানীয় থানা ও পুলিশ বিভাগের প্রতি জনগনের স্বস্তি এসেছে ও বিশ্বাস সৃষ্টি হয়েছে। ইতি পূর্বে অন্যকেউ এমন বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়নি। এছাড়াও তার কঠোর হস্তক্ষেপে তার থানাধীন মাদক সেবন ও মাদক বিক্রয় বন্ধ হয়েছে অনেক অংশে। রূপনগর থানা এলাকায় সোর্সদের দৌরত্ব নিরাশন করে এলাকাবাসির মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। সরেজমিনে জানা যায় ওসি সহিদ নিজ উদ্বোগে তার থানাধীন বিভিন্ন ওলি,গলি প্রত্যেক বাসায় বাসায় গিয়ে ভাড়াটিয়া তথ্য হালনাগাদ ও জঙ্গি নিমূলের কাজ করছেন। বেরিবাধ এলাকায় তার নিজ উদ্বোগে রোডের সাইডে যে সকল জোড়, জঙ্গল ছিল তাহা পরিস্কার করেছেন যাহাতে সেখানে কোন ছিনতাই, ডাকাতি না হয় এবং বেরিবাধ এলাকায় সন্ধার পরে সর্বক্ষনিক ৩টি টিম টহল দেন। তিনি তাহার উন্নয়ন মুলক কাজ ও জনগনের সেবার জন্য রাষ্টিয় পদক পান। এছাড়াও তিনি বিভিন্ন কাজে প্রায় ৬০-৭০টি পদক লাভ করেন। এ বিষয়ে ওসি সৈয়দ সহিদ-বি.পি.এম এর সঙ্গে কথা হলে তিনি বলেন সন্ত্রাস দমন ছাড়াও আইন শৃঙ্খলার উন্নতি কল্পে মাননীয় প্রধান মন্ত্রী ঘোসিত নির্দেশনা মোতাবেক জিরো টলারেন্সে থাকবে। মাদক ও সন্ত্রাস নিমুলের বিষয়ে কি ধরনে পদক্ষেপ গ্রহন করেছেন এমন এক প্রশ্নের জবাবে ওসি সহিদ বলেন সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের এবং জঙ্গিদের সাথে আমার কোনো আপষ নেই এর বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। এছাড়া থানার পুলিশকে জন বান্ধব পুলিশে রুপান্তিত করতে চেষ্টা অব্যহত রয়েছে। সাধারণ জনগন স্বাচ্ছন্দে তাদের মনের কথা খুলে বলতে পারে, জনগন আরো পুলিশের কাছা কাছি আসতে পারে সে নির্দেশনা সকল পুলিশ সদস্যকে দেওয়া হয়েছে। তিনি আরো জানান পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের সচেতন মুলক কার্য্যক্রম পরিচালনা করে আসছি।

(এস.এম.আর শহিদ)