প্রধান মেনু

নিখোঁজ সংবাদ (সন্ধান দিন)

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার নয়রশি গ্রামের মোঃ বিল্লাল হোসেন  টিটু’র ছেলে তাছনিন সিফাত (১৪) বছর। সে গত ৪/০৭/২০১৮ইং তারিখ সকাল অনুমান ১০ ঘটিকায় নিজ বাড়ি থেকে বাহির হয়ে যাওয়ার পর আর বাড়িতে ফিরেনি। অনেক খোজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। সিফাত বিশ^ জাকের মঞ্জিল (আটরশি) কামিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। ছেলেটির পরনে ছিল হাফ শার্ট ও জিন্সের প্যান্ট। সিফাতের গায়ের রং উজ্জল শ্যাম বর্ন, মুখ মন্ডল গোলাকার, হালকা পাতলা গঠন, উচ্চতা অনুমান ৪ ফুট। এ ব্যপারে সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যাহার নম্বর- ২১৫, তারিখ- ০৬/০৭/২০১৮। যদি কোন স্বহৃদয়বান ব্যাক্তি ছেলেটির সন্ধান পান তাহলে নিন্মের ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ করা গেল। যোগাযোগের ঠিকানা ঃ মোঃ বিল্লাল হোসেন টিটু, মাষ্টার কম্পিউটার। জেলা পরিষদ (ডাকবাংলো মার্কেট), সদরপুর, ফরিদপুর।
মোবাইল ঃ ০১৭১৯- ৩১৫১৭৪, ০১৭২৯৯৩১৭১৮।