প্রধান মেনু

না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান

মিজানুর রহমান : না ফেরার দেশে চলে গেলেন সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। (ইন্নালিল্লাহ্ ওয়ায়িন্না ইলিয়াহি রাজিউন)।

জাতি হারলো আরো একটি সূর্য সন্তান।

তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।গতকাল সকালে ১০:৩০ মিনিটে তি‌নি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৯ বৎসর,তিনি স্ত্রী, ৬ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় শুভাকাংক্ষী রেখে গেছেন। গতকাল বিকা‌লে হাজারও লোকের উপস্হিতিতে বাদ আসর এ মু‌ক্তি‌যোদ্ধার জানাজা শেষে নে‌কিবা‌ড়ি কবরস্থা‌নে তাঁ‌কে দাফন করা হয়। এসময় ঢাকা জেলা পুলিশ সুপার শাহ শা‌ফিউর মিজান ও সাভার উপ‌জেলার ইউএনও শেখ রা‌সেল হাসা‌নের উপস্থিতিতে পুলিশের একটি দল তা‌কে গার্ড অব অনার প্রধান করে। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা আগা-খা মিন্টু ,কাউন্দিয়া ইউনিয়ানের চেয়ারম্যান হাজী আতিকুর রহমান খান (শান্ত),মাসকান রিয়্যাল এস্টেট ডেভলফমেন্টের চেয়ারম্যান মো.কবির চৌধুরী মূকুল,বিভিন্ন সেক্টর কমান্ডার ও মুক্তি যোদ্ধাসহ স্থানিয় গন্যমান্য ব্যক্তিরা ।