প্রধান মেনু

নারী ও শিশু নির্যাতন মামলায় রাকিব হাসান রাব্বানি সহ গ্রেফতার ২

ঘটনার বিবরণে জানা যায় রাকিবা জান্নাত, পিতা মোঃ মুজিবুর রহমান ঢাকা থানায় হাজির হইয়া অভিযোগ করে যে সে ইবনেসিনা নার্সিং ইন্সিটিউট এন্ড মেডিকেল কলেজ এ ৩ বছরের নার্সিং কোর্সে লেখাপড়া করিতেছিল। ১ নং আসামী রাকিব হাসান রাব্বানি বয়স ২৪ পিতা- মোঃ আবুল হোসেন সাং কাশিনাথপুর থানা সরিষাবাড়ি জেলা জামালপুর বর্তমান ঠিকানা বাসা নং-১৮, রোড নং-১১ সেকটর-১১ উত্তরা, থানা-উত্তর মডেল, ঢাকা এর সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। সেই সুবাদে উক্ত বিবাদী এক পর্যায়ে আমাকে প্রেম/ভালবাসা করার প্রস্তাব দেয়। উক্ত বিবাদীর প্রস্তাবে রাজি না হইলে বেশকিছুদিন যাবত উক্ত বিবাদী আমাকে প্রায় শময় রাস্তাঘাটে দেখা হইলে আমাকে আজেবাজে কথাবাত্রা বলিয়া উত্তক্ত করে। উক্ত বিষয়ে আমার মা বাদী হয়ে পটুয়াখালী জেলাধিন মির্জাগঞ্জ থানার জিডি নং-৭৩০ তাং- ১৭/০১/১৭ দায়ের করে। ইং ২২/০৩/২০১৭ তারিখ বিকাল ০৪ঃ৩০ ঘটিকায় আমার কলেজ এর পরীক্ষা শেষে আমি দারুস সালাম থানাধিন কল্যাণপু্র খাজা সুপার মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর পৌছা মাত্র বিবাদী-২ মোঃ আরিফুর রহমান(২৩), পিতা- হাজী মীর হোসেন সহ অজ্ঞাত আরও কিছু লোক আমাকে জড়াইয়া ধরিয়া যৌন হয়রানি করে। ঘটনাস্থলে উপস্থিতি লোকজনের সহযোগিতায় হাতেনাতে ধরে দারুস সালাম থানা পুলিশের কাছে সোপর্দ করে । আমি নিজে থানায় আসিয়া উক্ত ব্যক্তিদয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করি। উক্ত ঘটনা সম্পর্কে জাতীয় গোয়েন্দা সংবাদের সাংবাদিক জানতে চাইলে দারুস সালাম থানার অফিসার ইনচার্জ উক্ত ঘটনার সত্ততা সম্পর্কে অবহিত করেন।