প্রধান মেনু

নাচ ও গানের মধ্য দিয়ে শিল্পীরা সমাজকে বার্তা দেন -সংস্কৃতিমন্ত্রী

ঢাকা, ৯ কার্তিক (২৪ অক্টোবর) : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, নৃত্য শিল্পের একটি অন্যতম প্রধান মাধ্যম। এর মধ্য দিয়ে সৌন্দর্যের প্রকাশ ঘটে। শিল্পের বিভিন্ন মাধ্যম তথা নাচ ও গানের মাধ্যমে শিল্পীরা সমাজকে বিভিন্ন বার্তা পৌঁছে দেন। এর মাধ্যমে সংস্কৃতিমনস্ক মানবিক ও সচেতন সমাজ গড়ে ওঠে।

মন্ত্রী ২৩ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ৮নং ফ্লোরে এটিএন বাংলা স্টুডিওতে Bangladesh FIDAF (Federation of International Dance Festival) Festival Organizing Committee এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আসাদুজ্জামান নূর বলেন, শিশুদের ভবিষ্যতে যোগ্য ও দক্ষমানুষ হিসেবে গড়ে তুলতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই। কিন্তু আমাদের অভিভাবকগণ বাচ্চাদের শুধু বইয়ের পাতায় ঠেসে ধরে জিপিএ-৫ পাওয়া নিয়ে বেশি আগ্রহ দেখান।

খেলাধুলা ও সংস্কৃতিচর্চারক্ষেত্রে তাদের আগ্রহের ঘাটতি রয়েছে। এ মানসিকতা পরিহার করতে হবে। FIDAF Bangladesh এর সভাপতি এবং এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন FIDAF Bangladesh  এর সহসভাপতি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক।