নরসিংদী ও যশোর জেলা পরিষদে নির্বাচিত সদস্যবৃন্দের শপথ গ্রহণ
নরসিংদী জেলা পরিষদের ৯ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত মো. শহিদুল্লাহ এবং যশোর জেলা পরিষদের ৩ নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে নির্বাচিত হাজেরা পারভীনের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
« ফিনল্যান্ড বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী (পূর্বের খবর)