নবাবগঞ্জে ১০৩ বোতল ফেন্সিডিল সহ যুবক গ্রেপ্তার।
মোঃ ইয়ামিন সরকার, নবাবগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে ১০৩ বোতল ফেন্সিডিল সহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আফতাবগঞ্জ তদন্ত ইনচার্জ উপ পরিদর্শক মোঃ হাফিজুর রহমানের নেতৃত্ব সংঙ্গীয় ফোর্স আফতাবগঞ্জ বাজার এলাকা থেকে মোটরসাইকেলে বিশেষ কায়দায় রক্ষিত ফেন্সিডিল রংপুরের উদ্দেশ্যে পাচার হয়ে যাচ্ছিল, ওই সময় ১০৩ বোতল ফেন্সিডিলসহ আশিকুল(৩৫) নামে একজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আশিকুল ইসলাম পার্শ্ববর্তী বিরামপুর থানার কাটলা জামারপাড়া গ্রামের আনিসুর রহমানের পুত্র । এ বিষয়ে তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে। পরে তাকে জেলহাজতে প্রেরন করেছে পুলিশ।