নবাবগঞ্জে সরকারী রাস্তার উপর অবৈধভাবে বসত বাড়ী নির্মান।
নবাবগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পারহরিনা গ্রামে জনগনের চলাচল করা সরকারী রাস্তার উপর জোর পূর্বক এক ব্যক্তি তার বসত বাড়ি নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, পারহরিনা গ্রামের মৃত বছির উদ্দিনের পুত্র মোঃ আক্কাস আলী(৪০) নামের এক ব্যক্তি সরকারী রাস্তা যা জনগনের ও গ্রামের চলাচলের মেইন রাস্তা হিসেবে দীর্ঘ দিন থেকে ব্যাবহার হয়ে আসছে। হঠাৎ করে সে এখন ওই রাস্তা বন্ধ করে গায়ের জোরে তার লোকজনদের নিয়ে বাড়ী নির্মানের কাজ শুরু করেছে।
গ্রামবাসী জানান উক্ত জায়গাটিতে বাড়ী নির্মাণ হলে রাস্তা সরু হবে এবং মানুষ ও যানবাহন চলাচলের গ্রামের মেইন রাস্তা হওয়ায় ও বাড়ীর সামনে মোড় থাকায় দূর্ঘটনার প্রবল সম্ভবনা রয়েছে। এদিকে নির্মাণ কাজ অব্যাহত থাকলে, গ্রামবাসী একত্রে বাধা দিতে গেলে নির্মানকারী আক্কাস আলী গ্রামবাসীকে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে। সম্প্রতি ওই বাড়ি নির্মাণকে কেন্দ্র করে গ্রামবাসী বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেন।
ওই স্থানে বসত বাড়ি নির্মাণকারী আক্কাস আলীর সাথে কথা হলে তিনি জানান, দীর্ঘদিন যাবত এ জায়গাটি তার দখলে থাকায় ও রাস্তার জায়গাটি তার হওয়ায় সেখানে সে বাড়ি নির্মাণ করছে। জনগনের চলাচলের জন্য সে যথেষ্ট পরিমান জায়গা ছেড়ে দিয়েছে বলেও জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হলে তিনি বলেন, গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে সরকারি রাস্তার উপর বাড়ি নির্মাণ কাজের বিষয়টি খতিয়ে দেখে এর সুষ্ট তদন্তের মাধ্যমে সমাধান করা হবে বলে তিনি জানান।
গ্রামবাসী জরুরী ভিত্তিতে জনগনের চলাচলকারী রাস্তা ও সরকারী রাস্তার উপর বসত বাড়ী নির্মানের কাজটি বন্ধ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।