প্রধান মেনু

নবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

মোঃ ইয়ামিন সরকার:: দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ নানা কর্মসূচীর আয়োজন করেন। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং ২১ ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের সূচনা। শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্প স্তবক অর্পন করেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলি সাদিক এম.পি, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, নবাবগঞ্জ থানা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাব, সরকারী দপ্তর সহ বিভিন্ন সেচ্ছা সেবী সংগঠন। সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের উদ্যেগে এক র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্তে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার সহ স্থানীয় নেতৃবৃন্দ।